ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
২৬৭

 ইরানে ১০ দিনের লকডাউন ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৩ ১১ এপ্রিল ২০২১  

মহামারি করোনা ভাইরাস সংক্রমণের চতুর্থ ওয়েভ ঠেকাতে শনিবার থেকে ভাইরাসটির প্রকোপে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশ ইরানে দশ দিনের লকডাউন শুরু হয়েছে। 

 ইরানের করোনা প্রতিরোধ সংক্রান্ত নীতি নির্ধারণী সর্বোচ্চ বিশেষজ্ঞ পরিষদ করোনা ভাইরাস টাস্কফোর্স রেড জোনের আওতায় থাকা আড়াই শতাধিক শহরে দোকান বন্ধ ও এক তৃতীয়াংশ কর্মী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছে।

 রাজধানী তেহরান ছাড়াও ইরানের আরও শতাধিক শহরকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আক্রান্তের হার বেশি থাকা এসব শহরে সর্বোচ্চ বিধিনিষেধ দেওয়া হয়েছে।

ফারসি নববর্ষ নওরোজ এর সময় দুই সপ্তাহের সরকারি ছুটি এবং তাতে এক প্রান্তের মানুষের অপর প্রান্তে বেপরোয়া ভ্রমণের কারণে ইরানের চতুর্থ দফায় ভাইরাসটির প্রকোপ শুরু হয়েছে বলে দাবি করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শনিবার থেকে দেশটির নতুন এই লকডাউন নিষেধাজ্ঞার আওতায় শুধু দোকান নয় পার্ক, রেস্তোরাঁ, বেকারি, বিউটি স্যালুন, শপিং মল এবং বইয়ের দোকানও বন্ধ থাকবে। খোলা থাকবে শুধু নিত্য প্রয়োজনী সেবার প্রতিষ্ঠানগুলো।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর