ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৯৮২

 রাজধানীর পশ্চিমাঞ্চলে  গ্যাস নেই: ভোগান্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৯ ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

শনিবার ভোর ৬টা থেকে রাজধানীর আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যানপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ। 

শনিবার ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও গ্রাহকদের  তা জানানো হয় সকাল ১০টার পর। ফলে কোনো প্রস্তুতি নিতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন রাজধানীবাসী।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা আগে জানানো হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তিতাস গ্যাসের পরিচালক অপারেশনস প্রকৌশলী মো. কামরুজ্জামান অনেকটা বিব্রত হন।

তিনি  বলেন, গ্যাস আশুলিয়া হয়ে আমিনবাজার দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। আর এই গ্যাস প্রবেশের মুখে জিটিসিএল মেরামতের কাজের কারণে ঢাকা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।


গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা রেখেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিতাসের এ প্রকৌশলী বলেন, ঢাকা শহরে দুটি পথে গ্যাস প্রবেশ করে। একটি হচ্ছে পশ্চিমাঞ্চল, আরেকটি পূর্বাঞ্চল। আর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করা গ্যাস পশ্চিমাঞ্চল পর্যন্ত আসতে আসতে তা অনেকটা ফুরিয়ে যায়। ফলে চাপ একেবারেই থাকে না। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর