ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
২৯৩

ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ৩১ জানুয়ারি ২০২৫  

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, মৃত ছাবেদ আলী (৭০) শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে। ইজতেমা ময়দানের ৪৬ নম্বর খিত্তায় ছিলেন। এদিন দুপুরে সেখানে হঠাৎ স্ট্রোক করেন তিনি।

 

হাবিবুল্লাহ রায়হান বলেন, পরে ছাবেদ আলীকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী আরো জানান, একই দিন সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়। ইজতেমা ময়দানেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুজনের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর