ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৪ আশ্বিন ১৪৩২
good-food
২৮৫

করোনায় আক্রান্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৯ ২৬ আগস্ট ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। মঙ্গলবার টুইটবার্তায় খোদ তিনি নিজে এ কথা জানিয়েছেন। 
৮২ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিবিদ টুইটে লেখেন, আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। সর্ব শক্তিমান মহান আল্লাহ আমাকে এবং অন্য সব অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য লাভের ও সুস্বাস্থ্যের ক্ষেত্রে করুণা করবেন।
এ পরিবারের ঘনিষ্ঠ সাবেক সহকারী এএফপি’কে বলেন, জ্বর হওয়ার পর গাইয়ুম করোনা পরীক্ষা করান।  পরে ফলাফল পজিটিভ আসে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। 
গাইয়ুম দীর্ঘ তিন দশক ধরে মালদ্বীপের ক্ষমতায় ছিলেন। এদিকে মারণঘাতী রোগের বিস্তার ঠেকাতে প্রাণপণ লড়াই করছে দ্বীপ রাষ্টট্রি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর