ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৫০৪

করোনা ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১০ ৪ জানুয়ারি ২০২১  

সিরাম ইনস্টিটিউটকে তাদের উৎপাদিত করোনাভাইরাস ভ্যাকসিন কয়েক মাসের জন্য রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার। নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
এর ফলে বাংলাদেশও সিরামের ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

 

ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রোববার ভারত সরকারের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। কিন্তু শর্ত দিয়েছে আগে, ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে। এজন্য করোনা ভ্যাকসিন রফতানি করতে পারবে না সিরাম ইন্সটিটিউট।

 

তিনি বলেন, আমরা এ মুহূর্তে ভ্যাকসিন শুধু ভারতীয় সরকারের কাছে হস্তান্তর করতে পারব।’ সিরাম এ মুহূর্তে বেসরকারি বাজারে এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে না।

 

আগ্রহী দেশগুলোতে রফতানির আগে আগামী দু’মাসে ভারতের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্ব দেয়ার কথা এদিন জানিয়েছিল সিরাম।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর