ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
২৯৪

করোনা মিলিয়ে দিল ভারত-পাকিস্তানকে, মোদির ডাকে সাড়া দিলেন ইমরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ১৪ মার্চ ২০২০  

করোনাভাইরাস মিলিয়ে দিল দুই চিরশত্রু দেশকে। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে সাড়া দিল পাকিস্তান। নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে দক্ষিণ এশিয়ার সার্ক গোষ্ঠীভুক্ত সব দেশকে একসঙ্গে লড়ার আহ্বান জানিয়েছিলেন মোদি। গেল শুক্রবার এ আবেদন জানিয়ে সব রাষ্ট্রপ্রধানদের একত্রে বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তিনি। 
সবাই সেই প্রস্তাবে রাজি হয়েছিল। বাকি ছিল কেবল পাকিস্তান। শনিবার ইসলামাবাদের পক্ষ থেকেও জানিয়ে দেয়া হলো, এ ভিডিও কনফারেন্সে যোগ দেবে তারা।
ইতিমধ্যে কোভিড ১৯-কে আন্তর্জাতিক মহামারী হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান। এরপর অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে দেশটি। ভারতেও এর প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে এখানে ৮৩ জন আক্রান্ত হয়েছেন এবং দুজন মারা গেছেন। এতে নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 
এরপর মোদি জানান, প্যানডেমিক নোভেল করোনভাইরাসের সংক্রমণ আটকাতে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। সেই উদ্দেশ্যে এসব দেশের রাষ্ট্রপ্রধানদের ভিডিও কনফারেন্স করার প্রস্তাব দিয়ে ওই দিন টুইট করেন তিনি। 
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে দ্রুত সাড়া দেয় অন্যান্য দেশগুলো। তবে নিরুত্তাপ ছিল পাকিস্তান। শেষ অবধি দেশটিও পরে টুইট করে মোদির আবেদনে সাড়া দিল। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, করোনা যেভাবে ছড়াচ্ছে, তাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে একসঙ্গে কাজ করা দরকার। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহযোগী এ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করবে।’ 
অন্যদিকে মোদির আবেদনে ইতিমধ্যেই সাড়া দিয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের রাষ্ট্রপ্রধান বা তাদের মুখপাত্ররা ভারতীয় প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের কথা জানান।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর