ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
৩৪৭

কলম্বিয়ায় মঙ্গলবার থেকে আইসোলেশন বাধ্যতামূলক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩০ ২১ মার্চ ২০২০  

কলম্বিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ২৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আইসোলেশন বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইভান দাক শুক্রবার এক ঘোষণায় এ কথা জানান।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, জরুরি অবস্থার অংশ হিসেবে আগামী মঙ্গলবার থেকে সব কলম্বিয়ানের জন্যে আইসোলেশন বাধ্যতামূলক থাকবে।

ইতোমধ্যে দেশটির অর্ধেক জনসংখ্যা এদিন থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত চলা পূর্ণ আইসোলেশন মহড়ায় অংশ নিচ্ছেন। 
আইসোলেশন পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে এ ধরণের মহড়ার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর