ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
২৩৮০

জাঁকালো অনুষ্ঠানে ঘরে বউ তুললেন মোস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ১৩ জুলাই ২০১৯  

দারুন উৎসব পরিবেশে বৌভাত অনুষ্ঠিত হলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। বিপুল আয়োজনে তিনি ঘরে তুললেন নববধূকে।

শনিবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই বৌভাত উপলক্ষে হলো প্রীতিভোজ।

 

একেবারেই গ্রামীণ পরিবেশে মোস্তাফিজের বৌভাতে আপ্যায়ন করা হয় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এবং আত্মীয়-স্বজনসহ প্রায় দুই হাজার অতিথিকে।  

 

বৌভাত উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই আলোকসজ্জা করা হয় কাটার মাস্টারের বাড়ি। বৌভাত উপলক্ষে পুরো তেতুলিয়াই উৎসবের গ্রামে পরিণত হয়। অনেকে দাওয়াত ছাড়াই চলে আসেন মোস্তাফিজ-শিমু দম্পতির সাথে ছবি ও সেলফি উঠাতে।

 

 

ছোট ভাইয়ের বৌভাত প্রসঙ্গে মোস্তাফিজের বড় ভাই মাহফুজার রহমান মিঠু বলেন, ওর (মোস্তাফিজ) বিয়েটা হঠাৎ হয়েছিল সে কারণে ছোট পরিসরে করতে হয়েছিল। কিন্তু বৌভাতে সেটা পুষিয়ে নিয়েছি। পাড়া-প্রতিবেশি আত্মীয়-স্বজনসহ প্রায় দুই হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছিল।  মাশরাফি ভাইসহ সব ক্রিকেটারকে আমন্ত্রণ করা হয়েছিল। তবে, অনেক ক্রিকেটার এখনও ইংল্যান্ডে আছেন। সামনে শ্রীলংকা সিরিজও আছে সে কারণে ক্রিকেটাররা কিছুটা থাকায় বৌভাতে তারা আসতে পারেননি। সুবিধা মতো সময়ে ঢাকায় তাদের নিয়ে আলাদা আয়োজন করা হবে।

 

গেল ২২ মার্চ ৫ লাখ ১ টাকা দেনমোহরে সামিয়া পারভীন শিমুর সাথে বিয়ে হয় কাটার মাস্টার মোস্তাফিজের। কিন্তু বিশ্বকাপের কারণে তখন তেমন বড় কোনো অনুষ্ঠান করা হয়নি মোস্তাফিজের বিয়ে উপলক্ষে। তাই এবার জাঁকজমকভাবে বৌভাত আয়োজনের মাধ্যমে নববধূকে বরণ করে নিলো মোস্তাফিজের পরিবার।

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর