ঢাকা, ২৪ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
৩৬

টানা ৩ দিন ছুটি, পাবেন যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৮ ২৪ অক্টোবর ২০২৫  

চলতি বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে ৩ দিনের ছুটি। অক্টোবরের শুরুতে একটানা চার দিনের দুর্গাপূজার ছুটি কাটানোর পর এবার বছরের শেষভাগেও মিলছে বিশ্রামের সুযোগ।

 

দুর্গাপূজার ছুটিতে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর ছিল বিজয়া দশমী উপলক্ষে একদিনের ছুটি এবং এরপর ৩ ও ৪ অক্টোবর ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ।

 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে এখনও দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে—একটি বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং অন্যটি যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।

 

এই বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর) মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি। অক্টোবরের বাকি সময়ে এবং নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরের এই ছুটি বছরের শেষ সপ্তাহে এনে দেবে বিশ্রামের সুযোগ।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর