ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৩২৮

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ৫ মার্চ ২০২১  

বোমা হামলা চালিয়ে ভারতের আগ্রার তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। টেলিফোনে এ হুমকি এসেছে। ফলে বৃহস্পতিবার বিশ্বের এই ঐতিহাসিক স্থাপনা দ্রুত খালি করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। 

 

তারা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে উত্তরপ্রদেশ পুলিশের জরুরি ১১২ নম্বরে ফোন করে। সে দাবি করে এ স্মৃতিস্তম্ভের অভ্যন্তরে একটি বোমা পুঁতে রাখা হয়েছে।

 

এমন টেলিফোন পাওয়ার পর অঙ্গরাজ্যটির পুলিশ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) অবহিত করে। তারা ১৭ শতকের এই ঐতিহ্যবাহী স্মৃতি ফলক প্রাঙ্গণ খালি করতে পরিদর্শকদের প্রতি আহ্বান জানান। এরপর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে নাশকতা দমনে তল্লাশি অভিযান শুরু করে।

 

দিল্লীতে সিআইএসএফের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সন্দেহজনক কিছু না পাওয়ায় এই তল্লাশি অভিযান প্রায় শেষ করা হয়েছে। এই ধাপ্পাবাজিমূলক টেলিফোন উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে করা হয়। দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর