ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৩৮৪

তীব্র যানজটে রাজধানী স্থবির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৩ ১৩ সেপ্টেম্বর ২০২২  

সড়কে বৃষ্টির পানি জমায় রাজধানীজুড়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। সন্ধ্যার পরও যানজটে স্থবির ছিল রাজধানী। 

 

সকাল থেকে রামপুরা-কুড়িল বিশ্বরোড সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি থমকে ছিল রাস্তায়। যানজটের কারণে অনেকে বিমানবন্দরে সঠিক সময়ে উপস্থিত হতে না পেরে ফ্লাইট মিস করেছেন। 

 

আমিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী জানান, ধানমন্ডি এলাকা থেকে উত্তরা পৌঁছাতে তার ৪ ঘণ্টা সময় লেগেছে। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় যানজট চরম আকার ধারণ করে। 

 

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটের আশেপাশের এলাকায় সড়কে বৃষ্টির পানি জমায় তীব্র যানজট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীর বিমানবন্দর এলাকায়।

 

সকাল ৯টার পর উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় তীব্র যানজট হয়। উত্তরা ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিত কামাল শৈবাল বলেন, গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর