ঢাকা, ২২ আগস্ট শুক্রবার, ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২
good-food
১৪৪৮

নামাজের সময় ঢেকে দেয়া হবে সোফিয়ার খ্রিস্টীয় চিহ্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪১ ১৫ জুলাই ২০২০  

তুরস্কের ঐতিহাসিক নিদর্শন হায়া সোফিয়াকে সম্প্রতি মসজিদ হিসেবে ঘোষণা করেছেন দেশটির একটি আদালত। ফলে আগামী ২৪ জুলাই থেকে সেখানে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। সেসময় সেটির ভেতরে থাকা খ্রিস্টীয় চিহ্ন বিশেষ লেজারের মাধ্যম ঢেকে দেয়া হবে।
হায়া সোফিয়া হাজিয়া নামেও পরিচিত। এটি মসজিদে রাপন্তরিত করলেও এর ভেতরে বহু জায়গায় খ্রিস্টীয় চিহ্ন রয়েছে। ঐতিহ্যবাহী স্থানটি জাদুঘর হিসেবে দর্শনীয় হয়ে উঠলেও সেই চিহ্নগুলো সরানো হয়নি। তবে এখন পরিস্থিতি পাল্টেছে।
তুরস্কের এ কে পার্টির মুখপাত্র ওমর সেলিক জানিয়েছেন, এ জাদুঘরে অবাধ প্রবেশ ছিল। এজন্য দশনাথীদের কাছ থেকে প্রবেশমূল্য নেয়া হতো না। ইতিহাস মণ্ডিত স্থানটির ভেতরে বহু জায়গায় ঐতিহাসিক চিহ্ন রয়েছে। নামাজের সময় সেগুলো আপাতত ঢেকে রাখা হবে। তবে পরবর্তী সময়ে ওই চিহ্নগুলো একেবারে মুছে ফেলা হবে কি না তা নিয়ে কিছু বলেননি তিনি।
তুরস্কের একটি আদালত জানিয়েছেন, ঐতিহাসিকভাবে এটি মসজিদ ছিল। কিন্তু ১৯৩৪ সালে বেআইনিভাবে একে জাদুঘরে পরিণত করে কুচক্রী মহল। 
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর পরই ঘোষণা দেন, দুই সপ্তাহের মধ্যে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করা হবে।

ইতিহাসের পাতায় বিভাগের পাঠকপ্রিয় খবর