ঢাকা, ১০ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ২৪ আশ্বিন ১৪৩২
good-food
৩৫৪

পশ্চিমবাংলা ৩০ জুন পর্যন্ত লকডাউন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৪ ৯ জুন ২০২০  

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবাংলায় ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার প্রশাসনিক ভবন নবান্ন থেকে তিনি এ ঘোষণা দেন।

রাজ্যে পরিযায়ী শ্রমিক ফেরায় করোনা বাড়ছে বলে দাবি করে মমতা বলেন, মানুষের যাতায়াতেই করোনা বাড়ছে।

তিনি বলেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না'। পশ্চিমবাংলায় ১১ লাখ পরিযায়ী শ্রমিক ফেরত আসবে, ইতিমধ্যেই সাড়ে ৯ লাখ মানুষ ফেরত এসেছেন অন্য রাজ্য থেকে।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর