ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৩৬৮

পাকিস্তানে অক্সিজেনের অভাবে ৬ কোভিড রোগীর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৭ ৭ ডিসেম্বর ২০২০  

পাকিস্তানে অক্সিজেনের অভাবে ৬ করোনাভাইরাস রোগী মারা গেছেন। দেশটির পেশোয়ারের উত্তরাঞ্চলীয় শহরের সরকার পারিচালিত একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

রোববার ওই হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যে ২০০ জনের মতো কোভিড-১৯ রোগীর অক্সিজেন লেভেল কমে যায়। সেই সময় এর অভাবে ছটফট করতে করতে ৬ জনের মত্যু হয়।

 

এজন্য অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর দায় চাপিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ‘দুনীতির’ গন্ধ পাচ্ছেন তারা। তাদের দাবি, সময়মতো অক্সিজেন সরবরাহ করতে পারেনি কোম্পানিটি।  তবে ইতোমধ্যে হাসপাতালের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খাইবার টিচিং হাসপাতালে ওই সমস্যা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে অক্সিজেন পৌঁছায়নি। অবশ্য ৩০০ সিলিন্ডার মজুত ছিল। তবে সেগুলো দিয়ে ভেন্টিলেটরের প্রয়োজনীয় চাপ সামলানো যায়নি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর