ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৬৯৪

বনানীতে নাসিমের দাফন সম্পন্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২১ ১৪ জুন ২০২০  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় জানাজা বনানী গোরস্থানে দাফন  সম্পন্ন হয়েছে। বনানী কবরস্থানে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
স্বাস্থ্য বিধি মেনে সরকারের পক্ষ  থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে বনানীতে  দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মোহাম্মদ নাসিমের।

আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম।