ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৫০৬

বাংলা বললেই বাঙালি হয় না, মোদিকে ভর্ৎসনা মমতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৭ ২ ডিসেম্বর ২০২০  

৭১তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বাংলা ভাষায় কবিতা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ঋষি অরবিন্দ থেকে গুরু নানককে স্মরণ করেন তিনি। তার এ ‘বাংলাপ্রীতি’কে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

ওপার বাংলার মানুষের মন পেতে বাংলা ভাষা শিখছেন মোদি! গেল রবিবার ‘মন কি বাত’-এ অরবিন্দের দর্শন এবং বিস্মৃতপ্রায় কবি মনোমোহন বসুর কবিতার পংক্তি উল্লেখ করে তা স্পষ্ট করেছেন তিনি!

 

মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে ঘুরিয়ে এ প্রসঙ্গ তুলেন মমতা। তিনি বলেন, ‘টেলিপ্রম্পটারের বদৌলতে এখন সবই সম্ভব। গুজরাটি হরফে বাংলা লিখে উচ্চারণ করা কোনও ব্যাপার নয়। বাংলা বললেই বাঙালি হয় না। আমি অন্তত ১৫টি ভাষা জানি।

 

উল্লেখ্য, ক্ষমতাসীন বিজেপি প্রধান মোদি। আর তৃণমূল কংগ্রেস প্রধান মমতা। আসছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে বেশ পাল্টাপাল্টি চলছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর