ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৯৭১

বিষাক্ত পোটকা মাছ খেয়ে বউ-শ্বাশুড়ির মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৫ ২৪ ডিসেম্বর ২০২০  

শ্রীমঙ্গলে বিষাক্ত পোটকা মাছ খেয়ে দুজন মারা গেছেন। তারা সম্পর্কে বউ-শাশুড়ি। এই ঘটনা ঘটেছে বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে। 

 

নিহতরা হলেন উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুন্নাহার (২৫)। এ ঘটনায় নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

ওই দিন রাতে স্থানীয় বাজার থেকে আনা পোটকা মাছ দিয়ে তারা রাতের খাবার খায়। এসময় মাছের বিষক্রিয়ায় জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম, তার পুত্রবধূ নুরুন্নাহার ও তার শিশুপুত্র নাঈম অসুস্থ হয়ে পড়ে।

 

তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিদা ও নুরুন্নাহারকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষাক্ত পোটকা মাছ থেকে বউ- শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি (আনন্যাচার‌্যাল ডেথ) মামলা দায়ের করা হবে।