ঢাকা, ২০ আগস্ট বুধবার, ২০২৫ || ৫ ভাদ্র ১৪৩২
good-food
৬৩৭

বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৯ ১০ মার্চ ২০২১  

আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

 

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ দিনে মুসলমানরা ইবাদত করেন। দিনটিতে মহানবী (স.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। করোনা মহামারির কারণে গত বছর শবে মিরাজের কোনো আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।

 

১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (স.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত হবে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর