ঢাকা, ১০ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ২৪ আশ্বিন ১৪৩২
good-food
৫০২

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৭ হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৫ ২৬ জুন ২০২০  

ভারতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সমস্ত পরিষেবা। খুলেছে সরকারি-বেসরকারি অফিস। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৯৬ জন। যা দেশটিতে এ পর্যন্ত একদিনের হিসাবে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৯০ হাজার। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৭ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে প্রায় ১৪ হাজার।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁতে চলেছে। আক্রান্তের হিসাবে আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে মুম্বাইয়ে। এখন পর্যন্ত এরাজ্যে ১ লাখ ৪৭ হাজার ৭৪১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। তারপরই রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৯০ জন। যা নিয়ে এখানে মোট করোনা আক্রান্ত ৭৩ হাজার ৭৮০ জন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর