ঢাকা, ০৮ নভেম্বর শনিবার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৩৩৮

মেসির গোলের পরও জিতল না আর্জেন্টিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩২ ১৫ জুন ২০২১  

কোপা আমেরিকা ফুটবলে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিলো চিলি। প্রথমার্ধেই লিওনেল মেসির দারুণ ফ্রি-কিকে আর্জেন্টিনা এগিয়ে যায়। পরে একের পর সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করে। এদিকে প্রথমার্ধে পিছিয়ে থাকা চিলিকে সমতায় ফেরান ইউদার্দো ভার্গাস। শেষের ১৫ মিনিটে লড়াই করেও জিততে পারেনি মেসিরা। 

 

মঙ্গলবার ভোরে ব্রাজিলের রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে বি গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর্জেন্টিনাকে প্রথমার্ধে এগিয়ে নেন মেসি, দ্বিতীয়ার্ধে এসে পিছিয়ে থাকা চিলিকে সমতায় ফেরান ভার্গাস।

 

ম্যাচের শুরু থেকে বল দখলে আর্জেন্টিনার সঙ্গে আধিপত্য দেখিয়েছে চিলি। তবে সেই তুলনায় আক্রমণ করতে পারেনি তারা। প্রথমার্ধে চিলির গোলমুখে তিনটে শট নেয় আলবেসেলাস্তরা। সেই তুলনায় কোনো শটই নিতে পারেনি চিলি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর