ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
১০৬৩

সদরঘাটে লঞ্চে আগুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৭ ১ জুন ২০১৯  

ঢাকার সদরঘাটে একটি লঞ্চের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এডভেঞ্চার- লঞ্চের ৩৭৭ নম্বর কেবিনে আগুন লাগে।

সদরঘাট ফাঁড়ির এসআই মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ওই কেবিনে স্ত্রী শিশুসহ এক যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোয় তাদের কোনো ক্ষতি হয়নি।

কেবিনে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককে মারধর করা হয়েছে। সময় টেলিভিশনের জ্যেষ্ঠ ক্যামেরাপারসন মিজানুর রহমান মিন্টু বলেন, ছবি তুলতে গেলে লঞ্চের লোকজন তার ওপর হামলা করে।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর