ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১
good-food
১০০৪

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি বিএফইউজের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ১৮ মে ২০২১  

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এক বিবৃতিতে তার ওপর নির্যাতনকারী কর্মকর্তাদের তদন্তপূর্বক কঠোর শাস্তি দাবি জানিয়েছে।

 

মঙ্গলবার  বিএফইউজের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, খায়রুজ্জামান কামাল ও সেবিকা রানীর পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।


বিবৃতিতে সাংবাদিকরা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএসের কক্ষে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে। যা আইনের চরম লঙ্ঘন। মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তার মারমুখী আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের প্রকৃত প্রতিচ্ছবি।

 

বিবৃতিতে বলা হয়, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী দেশীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত একজন প্রথম সারির কলম সৈনিককে হেনস্তা করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। তাদের দুর্নীতি প্রকাশ হওয়ায় আক্রোশের বশবর্তী হয়ে বিষয়টিকে আইন আদালত পর্যন্ত নিয়ে গেছেন। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বিএফইউজে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর