ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৪০৩

সৌদি আরবে ‘বোমা হামলা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ১২ নভেম্বর ২০২০  

প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে সৌদি আরবে আয়োজিত সভায় ‘বোমা হামলা’ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে বিদেশি কূটনীতিকরাও ছিলেন।

 

প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে গেল বুধবার দেশটির জেদ্দায় অ-মুসলিম সমাধিক্ষেত্রে স্মরণসভা হয়। তাতে সৌদিতে অবস্থিত ফ্রান্স, গ্রিস, ইতালি, ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসের দূতরা উপস্থিত ছিলেন।

 

সেই অনুষ্ঠান চলাকালীনিই ‘বোমা’ বিস্ফোরণ ঘটে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গেল এক মাসের মধ্যে সৌদিতে এটি দ্বিতীয় হামলা।

 

ঘটনার তীব্র নিন্দা করে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছে ফ্রান্স। ধারণা করা হচ্ছে, ফরাসি কূটনীতিককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

 

কিছু দিন আগে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই রেশ না কাটতেই মহানবীর (সা.)  ব্যঙ্গচিত্র ছাপায় দেশটির ম্যাগাজিন শার্লি হেবদো।

 

পরিপ্রেক্ষিতে রোষে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। রাগ-ক্ষোভ দেখায় সৌদিও।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর