ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৫৪৪

মহান স্বাধীনতার ৪৮তম বার্ষিকী

বীর সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৫ ২৬ মার্চ ২০১৯  

বাংলাদেশের স্বাধীনতার ৪৮ তম বার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর নির্যাতন-দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পুরো বাঙালি জাতি।

ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিন বাহিনীর সুসজ্জিত দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পর মুক্তিযোদ্ধা সংসদ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।

 

স্বাধীনতা দিবসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়।

 

সাভার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান ধানমন্ডি ৩২ নম্বর সড়কে।

সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ প্রধান। 

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে প্রধানমন্ত্রী পৌঁছান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে।

 

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এবং একই সময় সারাদেশে একযোগে জাতীয় সংগীত গাওয়া হয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই শিশু-কিশোর সমাবেশে ১০-১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকারপ্রধান। 

 

মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ঢাকাসহ সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি নেয়া হয়েছে। পুরো জাতি গভীর শ্রদ্ধা-ভালোবাসায় উদযাপন করছে বিশেষ এ দিনটি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর