ঢাকা, ১২ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২৮

গভীর গর্তে পড়া সেই শিশু জীবিত উদ্ধার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১১ ১১ ডিসেম্বর ২০২৫  

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ৩২ ঘণ্টা পর দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত মূল গর্তের পাশে ৪০ ফিট গভীরে গিয়ে মাটি কেটেও তাকে না পাওয়ার খবর জানিয়েছিলেন তারা।

শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছিল।

বুধবার দুপুরে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সঙ্গে হেঁটে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায়।

শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের জানান, “দুই ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন।”