ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪২৭

অফিস পলিটিক্স থেকে সুরক্ষার উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ২৫ অক্টোবর ২০১৯  

অফিস পলিটিক্স যেকোনো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। চাকরিজীবীর ক্যারিয়ার উন্নয়নেও বাধা সৃষ্টি করে এটি। তাই এ থেকে নিজেকে দূরে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তবে দুরে থাকা মোটেও সহজ নয়। কারণ,  কর্মক্ষেত্রে ভাগ বসিয়ে রাখে পলিটিক্স। তাই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এর সঙ্গে নিজেকে জড়াতে হয়।  

তবে সেটি যেন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিত্বের উন্নয়নে ব্যবহার করা যায় সেই প্রচেষ্টা চালাতে হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগীতার পরিবেশ তৈরি করে সুফল ভোগ করতে হবে।

অফিস পলিটিক্স থেকে নিজেকে সুরক্ষার উপায়:

১. অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও সংঘাত থেকে নিজেকে দূরে রাখুন।

২. অন্যের কাজে নাক না গলিয়ে নিজের কাজে মনোযোগ দিন।

৩. সবসময় অন্যের কাজের ভুল ধরবেন না। 

৪. সৎ থাকুন। নিজের কাজে সবসময় স্বচ্ছতা বজায় রাখুন।

৫. অপ্রয়োজনীয় কোনও কিছুতে নিজের প্রতিক্রিয়া দেখাবেন না।

৬. কখনও অন্যের ব্যক্তিগত ফাইল বা তথ্যে হস্তক্ষেপ করবেন না।

৭. অফিসে অন্যের বিরুদ্ধে গুজব ছড়াবেন না।

৮. সবসময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখবেন।

৯. নিজের একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটাতেই নিজের মনোযোগ ধরে রাখুন।

১০. নিজের কাজকে উপভোগ করুন।