ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২২১

অ্যান্টার্কটিকা মহাদেশেও পৌঁছে গেছে করোনা, আক্রান্ত ৩৬

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৮ ২৩ ডিসেম্বর ২০২০  

অ্যান্টার্কটিকা মহাদেশেও পৌঁছে গেল করোনা। সেখানে প্রথমবার প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ওই অঞ্চলে চিলির গবেষণা কেন্দ্রে ৩৬ জনের শরীরে কোভিড-১৯ মিলেছে। এর মধ্যে ২৬ জন চিলিয়ান সেনা এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী।

 

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলা হয়, জেনারেল বার্নার্ডো ও’হিগিন্স রিকেলমে গবেষণা কেন্দ্রে করোনার সন্ধান পাওয়া গেছে। আক্রান্তদের প্রত্যেককেই উদ্ধার করে চিলের পুন্তা আরেনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইসোলেশনে রাখা হয়েছে।

 

সংক্রমণ ঠেকাতে অ্যান্টার্কটিকার সব গবেষণার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। চিলির বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা নিউজউইক জানিয়েছে, ধন্যবাদ, সঠিক সময়ে ব্যবস্থা নেয়ার জন্য। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর