ঢাকা, ১০ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ২৪ আশ্বিন ১৪৩২
good-food
৩৯০

আইসিইউ থেকে পরিবারকে শেষ বার্তা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১১ ২৯ এপ্রিল ২০২০  

যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের এক উবার চালক আইয়ুব আখতারের মৃত্যু হয়েছে। জানা যায়, ট্যাক্সিতে ওঠা এক নারী যাত্রীর মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি আইয়ুব আখতার। তাই মুঠোফোনে শেষ হৃদয়বিদারক বার্তা পাঠান তিনি।

 

ডেইলি মেইল জানায়, সেন্ট জর্জ’স হাসপাতালে আইয়ুব আখতার নামের ওই শক্তিশালী উবার চালক মারা যান। তার বয়স ছিল ৩৩ বছর। মৃত্যুর আগে আইসিইউ থেকে পরিবারকে একটি শেষ বার্তা পাঠান। ওই বার্তায় আইয়ুব লিখেন, ‘আমি সত্যিই আতঙ্কিত। আমার জন্য দোয়া কর।’

 

আইয়ুবের ভাই ইয়াসিন বলেন, ভাইয়ের চালানো ট্যাক্সিতে এক নারী যাত্রী উঠে একনাগাড়ে কাশি দিচ্ছিলেন। এর কয়েকদিন পর ভাইয়েরও কাশি শুরু হয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর