ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৬

আওয়ামী লীগের ১৫০ নেতা পাচ্ছেন শোকজ নোটিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৮ ৭ সেপ্টেম্বর ২০১৯  

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং তাদের মদদদাতা ১৫০ জনকে শোকজ করতে যাচ্ছে আওয়ামী লীগ। মদদদাতা হিসেবে রয়েছেন এমপি-মন্ত্রী। আগামীকাল রোববার থেকে এ শোকজ নোটিশ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হবে।

শনিবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সভা হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিলেন, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। সেটা কত দ্রুত বাস্তবায়ন করা যায়, আজ সেটা আলোচনা করেছি। আগামীকাল থেকে ১৫০ জনের মতো নেতাকে শোকজ নোটিশ ইস্যু করা হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বি এম মোজাম্মেল হক প্রমুখ।