ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২
good-food
৬১৫

আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের ৫ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৮ ২৮ জানুয়ারি ২০২০  

মৌলভীবাজার শহরে জুতার দোকানে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের এম সাইফুর রহমান রোডের পিংকি সু-স্টোরে এ দুর্ঘটনা ঘটে।


এ স্টোরের ওপরে বাসার গ্যাসলাইনের লিংক অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন বাসার চারদিকে ছডিয়ে পড়ে। তাতে একই পরিবারের ৫ জন মারা যান।


নিহতরা হলেন সুভাষ রায় ( ৬০), দীপ্তি রায় (৪৫), পিয়া রায় (১৯), দীপা রায় (৪৫) ও বৈশাখী রায় (৩)।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড়ের পিংকি সু স্টোরে আগুনের ধোয়া দেখা যায়।  স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসেন। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।


মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, মরদেহগুলো উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। অগ্নিকাণ্ডের পর ওই সড়কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।


পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।