ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
২৭৮

আগের চেয়ে ১৭ গুণ গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৯ ৭ মার্চ ২০২০  

করোনা ভাইরাস প্রথম আঘাত করে চীনের উহান প্রদেশে। সেখান থেকে তা বর্তমানে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার মানুষের।

কিন্তু চীনে যে গতিতে করোনা ছড়িয়েছিল, বাইরে সেটার গতি ১৭ গুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অন্য দেশগুলোতে প্রাণঘাতী এ ভাইরাস ১৭ গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। এমন তথ্য দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মূলত করোনা ছড়ায় উহান থেকে।  তবে সেখান থেকে ভালো খবর দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তাদের দেয়া তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, দ্য স্ট্রেইট টাইমস ও ব্যাংকক পোস্টের সংবাদে বলা হয়েছে, উহান থেকে ছড়ানো করোনা ভাইরাস কয়েক সপ্তাহের মধ্যে চীনের গণ্ডি পেরিয়ে এশিয়ার অন্য দেশগুলোতে ছড়াতে থাকে। এরপর এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়ায় বিস্তার লাভ করে। সবশেষে ইউরোপ ও আফ্রিকাতেও প্রসার ঘটতে শুরু করেছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ভারত, পাকিস্তানেও আতঙ্কের সৃষ্টি করেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর