ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫২১

আবারও আগুন চট্টগ্রামের সেই বস্তিতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৮ ৩১ জানুয়ারি ২০২০  

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জাপুর এলাকার একটি বস্তিতে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুরসংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদউদ্দিন।

তিনি বলেন, বস্তিতে আগুন লেগেছে খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হতে না পারলেও গত সপ্তাহের মতো এবারও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করছি।

বস্তিতে ঢোকার পথ সরু থাকায় ফায়ার স্টেশনের গাড়িগুলো ঘটনাস্থলে যেতে বেগ পোহাতে হয়েছে। এ জন্য আগুন নেভাতে ১ ঘণ্টা লেগেছে বলে জানান তিনি।

এতে হতাহত হয়েছে কিনা এবং ক্ষতির পরিমাণের বিষয়টি এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় আগুন বস্তি থেকে আরও দুটি ভবনে ছড়িয়ে পড়ে। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গত ২৪ জানুয়ারি সকালে ওই বস্তিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ওই ঘটনায় বস্তির ১৬ বাসিন্দা আহত হন।

মির্জাপুর এলাকার ওই বস্তিতে ১০০-এর বেশি ঘর রয়েছে বলে জানা গেছে।