ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৪৩০

আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৬ ১৮ সেপ্টেম্বর ২০২২  

গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসার বিষয়ে আজ দুপুরে মেডিকেল বোর্ড বসবে। 

 

শনিবার এই চিকিৎসক জানিয়েছিলেন, আবু হেনা রনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। তার শ্বাসনালি সামান্য পুড়েছে।  বিস্ফোরণে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।