ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৬৬

আবেদন করলে খালেদার ‘প্যারোলে মুক্তি’ ভাববে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৫ ৬ এপ্রিল ২০১৯  

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। কারাগারে থাকাকালীন আরও একটি মামলায় তার সাজা হয়। দুটি মামলায় মোট ১৭ বছরের সাজা হয় বিএনপি প্রধানের। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত সোমবার তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যেই তার প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় আসে। চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদার প্যারোলে মুক্তির বিষয়টি ভেবে দেখা হবে।