ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৫৬৫

আমাদের কাছে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ আছে: ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১৮ অক্টোবর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দেশটির কাছে ‘হাইপারসনিক মিসাইল’ (ক্ষেপণাস্ত্র) আছে। সম্প্রতি ফ্লোরিডার নির্বাচনী সমাবেশে তিনি এ দাবি করেন। তবে তার দাবির সমর্থনে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এখন পর্যন্ত কিছু জানায়নি।

 

ট্রাম্প বলেন, আমার প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। রাতভর পরিশ্রম করে যাচ্ছে। 

 

তিনি বলেন, আমাদের কাছে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় এ প্রযুক্তি বাইরের শত্রুরা চুরি করছিল। ফলে সেসময় এটা তৈরি করা যায়নি। কিন্তু এখন আমরা সেই মিসাইলের মালিক।

 

গেল মে মাসেও একটি ‘সুপার-ডুপার’ ক্ষেপণাস্ত্রের কথা বলেন ট্রাম্প। তিনি জানান, এ মিসাইলের গতি বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে ১০ গুণ বেশি।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর