ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
৩০৩

আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে: বিএনপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৬ ১১ ডিসেম্বর ২০১৯  

গত ১০ বছরে বাংলাদেশের বিরোধী দল বিএনপি'র অন্তত ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসময়ে দলটির ৩০০'র বেশি নেতাকর্মী গুম হয়েছে।
বুধবার ঢাকায় গত দশ বছরে বাংলাদেশে মানবাধিকারের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে বিএনপি। এসময় এই ধরণের অভিযোগ করে তারা। দলটির পক্ষ থেকে ওই প্রতিবেদনটি বই আকারেও প্রকাশ করা হয়েছে। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার গণতন্ত্রের অনুপস্থিতিতে পদ্ধতিগতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে।
প্রতিবেদনে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির বিষয়গুলোও উঠে এসেছে। নারী, শিশু ও গণমাধ্যমের অধিকার খর্ব হওয়ার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে এতে।
 বিএনপি'র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা সংস্থাগুলো এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানে কয়েকজন বিদেশী কূটনীতিকও উপস্থিত ছিলেন।