ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৩৮২

অস্বস্তিতে বিএনপি মহাসচিব

আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই : ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৫ ৯ মে ২০২০  

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অস্বস্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেছেন, ‘আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।’

 

শনিবার (৯ মে) এ বিষয়ে অস্বস্তি প্রকাশ করে, বিরক্তি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছন বিএনপি মহাসচিব।

 

তিনি বলেন, ‘অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল থেকে আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং এই সমস্ত ভুয়া অ্যাকাউন্টের কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নয়।’

 

তার নাম ব্যবহার করে এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে চালানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান ফখরুল।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।’