ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
১৭৯৭

আড়ং নিয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ৪ জুন ২০১৯  

আড়ং থেকে সদ্য কেনা ঈদের জামা পুড়িয়ে আড়ংয়ের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন সজীব ওয়াফি নামের এক যুবক।

মঙ্গলবার  ওই যুবক আড়ংয়ের জামা পোড়ানোর ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আড়ং এর নিয়মিত গ্রাহক ছিলাম বলতে গেলে। লুটপাট যখন জায়েজ করা হবে, গণমানুষের উপর খবরদারি চলবে, শোষণ চলবে; তখন ঈদের নতুন জামা পুড়িয়ে হলেও আড়ং বর্জনের ডাক দিলাম। লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’

 রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আড়ং এর উত্তরা শাখাকে জরিমানা করা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলির আদেশ দেয়া হয়। পরে বদলির আদেশ  স্থগিত হয়।

এ দিকে আড়ংয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে।

কামরুজ্জামান নামের একজন লিখেন, ‘আড়ংয়ের উৎপাদিত সব পণ্যকে বয়কট করুন। প্রয়োজনে ফুটপাত থেকে কিনুন।’

কায়েস আহমেদ খান নামের আরেকজন লিখেছেন, ‘প্রফিট করারও তো একটা লিমিট থাকে। দেশের মানুষকে ঠকানোর একটা লিমিট রাখা উচিৎ। আড়ং সকল লিমিট অতিক্রম করেছে। দেশের ডাকাতদের মধ্যে আড়ং বিশ্বমানের ডাকাত। আড়ং গুলশান শাখায় ১৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে! ডাকাতিরও কোন লিমিট রাখেনি।’

আলী আজম রোকন নামের আরেকজন লিখেন, ‘বাটপাড়ি ছাড়েন, আপনারা হলেন ভদ্রবেশী ডাকাত। ধান্ধাবাজি ছাড়েন, না হলে পাবলিক অচিরেই ডান্ডা নিয়ে নামবে।’

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর