ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৯৭

ইতিহাসবিদের ভবিষ্যদ্বাণী: ট্রাম্প হারবেন, জিতবেন বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৬ ৩ নভেম্বর ২০২০  

একদিন পরই জানা যাবে কে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। তবে অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন ইতিহাসবিদ প্রফেসর অ্যালান লিচটম্যান। তিনি ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনে কে বিজয়ী হবেন তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এবং তার ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ ১৯৮৪ সাল থেকে যথাযথ ভবিষ্যদ্বাণী করেছেন লিচটম্যান। এ খবর দিয়েছে অনলাইন জেরুজালেম পোস্ট।

 

আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর অ্যালান লিচটম্যান। ফক্স নিউজের সঙ্গে কথোপকথনে ভবিষ্যদ্বাণী দিয়েছেন। হোয়াইট হাউজ বিষয়ে ভবিষ্যদ্বাণী দিতে তিনি যে মডেল ব্যবহার করেন সেটার গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে এবার জো বাইডেনের বিজয়ের পূর্বাভাস দিয়েছেন।

 

১৯৮১ সালে রাশিয়ান বিজ্ঞানী ভ্লাদিমির কেলিস-বরোকের সঙ্গে ওই মডেল তৈরি করেন লিচটম্যান। ১৯৯৬ সালে তাদের এই মডেল সম্পর্কে একটি বইয়ে তথ্য প্রকাশ করেন। ভূমিকম্প নিয়ে গবেষণার ওপর ভিত্তি করে তারা এই মডেল নির্ধারণ করেছেন। এতে মোট ১৩টি ‘কি’ (কবুং) ব্যবহার করেছেন। এগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন ভবিষ্যদ্বাণী দেয়া হয়। 

 

প্রফেসর লিচটম্যান বলেন, ১৩টি ‘কি’র মধ্যে যে দল ৬টি ‘কি’ বা বেশি পাবে, নির্বাচনে তাদের বিজয়ের সম্ভাবনা অনেক বেশি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর