ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১৭ বৈশাখ ১৪৩১
good-food
৮০১

ইতিহাসে এ দিনে কী ঘটেছিল?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৮ ১৯ মে ২০১৯  

১৯ মে ২০১৯, রোববার। ০৫ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৯ তম (অধিবর্ষে ১৪০ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ঘটনাবলি:

১৫২১ - ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।

১৫৩৬ - পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরশ্ছেদ।

১৫৬৮ - ইংল্যান্ডের রাণী ১ম এলিজাবেথ স্কটল্যান্ডের রাণী মেরীকে গ্রেপ্তারের নির্দেশ।

১৫৮৮ - স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা।

১৬৩৫ - স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।

১৬৪৯ - পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৮৯৭ - ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি।

১৯৩০ - দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ।

১৯৩৬ - বৃটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।

১৯৪৩ - তৎকালীন বৃটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্ট ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মান অধিকৃত ফ্রান্সের উপকুল নর্মান্ডিতে মিত্রপক্ষের সৈন্য অবতরণের একটি তারিখ নির্ধারণ করেছিলেন।

১৯৫৪ - ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৯ - বেজিংয়ে সামরিক শাসন জারি।

১৯৯৩ - মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত।

১৯৯১ - সাবেক যুগশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট।

১৯৯৪ - মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।

১৯৯৭ - বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।

২০০১ - প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন।