ঢাকা, ০৯ মে বৃহস্পতিবার, ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১
good-food
২৬৫

ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকাবিরোধী বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৪ ১২ জুলাই ২০২০  

করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ এমন অভিযোগে ইসরায়েলের সাবেক রাজধানী তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভ করেছে হাজারো নাগরিক।

বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাকালে সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় চরম আর্থিক সংকটের মুখোমুখি তারা। আর্থিকভাবে অসচ্ছলদের সহায়তায় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। বিক্ষোভে অংশ নেয় মূলত ছোট ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অভিনয় শিল্পীদের কয়েকটি সংগঠন। বিক্ষোভকারীরা সরকারের প্রতিশ্রুত আর্থিক সহায়তা না পাওয়ারও অভিযোগ করেছেন।  

মার্চে করোনা সংক্রমণের শুরুতেই কঠোর লকডাউনে যায় ইসরায়েল। সম্প্রতি লকডাউন শিথিল করে দেশটি। এর মধ্যেই বেকারত্ব বেড়ে দাড়িয়েঁছে ২১ শতাংশ।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর