ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৭১

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ধ্বংস হয়ে গেছে : মমতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৬ ২১ মে ২০২০  

মাস ছয়েক আগে বাংলায় তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় বুলবুল। এবার তাতে শেষ পেরেক পুঁতে দিল ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গ। বুধবার নবান্ন থেকে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এ কথা জানান।

তিনি বলেন, ঝড়ের পুরোটাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০-১২ জনের মৃত্যুর খবর মিলেছে বলেও জানান তিনি।

আম্ফানের প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। এ দিন তা চরম আকার ধারণ করে। সারা দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছিলই। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুন্দরবনে আম্ফানে আছড়ে পড়লে পরিস্থিতি চরম আকার ধারণ করে।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতায় গতিবেগ ছিল সর্বোচ্চ, ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। সোয়া ৮টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনও বিপদ কাটেনি বলে সতর্ক করেছেন মমতা।
ঘূর্ণিঝড় আম্ফানে কোলকাতাসহ চব্বিশ পরগনা, মেদিনীপুর এলাকায় সব লন্ডভন্ড হয়ে গেছে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর