ঢাকা, ২৯ অক্টোবর বুধবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
৬৯৫

উত্তরায় গ্যাস পাইপলাইনে লিকেজ, যান চলাচল বন্ধ সড়কের একপাশে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৪ ২৮ ফেব্রুয়ারি ২০২০  

রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং এলাকায় সড়কে হঠাৎ গ্যাসের চাপে পাইপ ফেটে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম ও গ্যাস কোম্পানির একটি টিম কাজ করছে। তারা গ্যাস পাইপলাইন মেরামতের কাজ করছে।

শুক্রবার বেলা ১০টা ৫১ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর পর কয়েক ঘণ্টা সড়কের একপাশে যান চলাচল বন্ধ থাকে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পাইপ মেরামতের কাজ করছে। পাইপের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। আগুন বা ধোঁয়া নেই। তাই আতঙ্কের কিছু নেই। সাময়িক বিড়ম্বনার শিকার হয়েছেন নগরবাসী।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর