ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৯৪০

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা

উপবন এক্সপ্রেস লাইনচ্যুত, নিহত ৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৯ ২৪ জুন ২০১৯  

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং নামক স্থানে সেতু ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৪টি বগি সেতুর ওপর ছিটকে পড়ে। এসময় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এরমধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।  এছাড়া বহু হতাহতের আশঙ্কা করেছে স্থানীয় পুলিশ। 

রোববার  রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।
এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।
ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার কাজে দমকল বাহিনী ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যোগ দিয়েছে। রোববার রাত ৩টার দিকে ৪৬-বিজিবি শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জাহান আলীর নেতৃত্বে ৩০ জনের বিজিবি টিম উদ্ধার অভিযানে অংশ নেয়।

ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন একাধিক যাত্রী।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে তিনটা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক।  দুর্ঘটনায় আহত অন্যদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ১২টি টীমসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মুজিবুর রহমান বলেন, হতাহতদের উদ্ধার সিলেটের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর দফতর থেকে দমকল বাহিনীর একাধিক ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। উদ্ধার অভিযান চলছে।

ট্রেনের যাত্রী গোলাপগঞ্জের খাইরুল ইসলাম সুমন বলেন, আমরা অফিসের কাজে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম। এর মধ্যেই দুর্ঘটনার ঘটনা ঘটে। এসময় আমাদের বগির মধ্যে একজন মহিলার মৃত্যু হয়। ঔই মহিলার মাথা এমন ভাবে আটকে গেছে উনাকে বাঁচানোর কোন উপায় নাই। এছাড়া অনেকেরই হাত-পাসহ বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর