ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫৬৩

এবার বিমানবন্দরে অস্ত্রসহ আটক আওয়ামী লীগ নেতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ১১ মার্চ ২০১৯  

অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের অভিযোগে আটক হলেন যশোর চৌগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেন।

সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে এভিয়েশন নিরাপত্তা সংস্থা (এভসেক)। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিয়ম না মেনে ঘোষণা ছাড়া বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করায় মেহেদীকে আটক করা হয়েছে। তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বাকি ব্যাপারটা দেখভাল করবেন তারাই।

তবে মেহেদীকে পুলিশের কাছে এখনও হস্তান্তর করা হয়নি বলে দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে তাকে এখনও আমাদের কাছে বুঝিয়ে দেয়া হয়নি।

চট্টগ্রাম বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় পাওয়া খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গেল ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন নায়ক ইলিয়াস কাঞ্চন। এ নিয়ে মুখও খোলেন তিনি। তা অসত্য বলে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে এরপরই বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

কাঞ্চনের পিস্তল বিতর্ক শেষ না হতেই গেল ৮ মার্চ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করেন যাত্রী মামুন আলী। পরে পিস্তল ও গুলি এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান তিনি।