ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৬৪

এবার স্যামন মাছ থেকে চীনে করোনা সংক্রমণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৪ ১৬ জুন ২০২০  

চীনে ফের প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এবার প্যাকেজিং করা স্যামন মাছকে বাহক বলা হচ্ছে।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, প্যাকেজিংয়ে প্রায় তিন মাস পর্যন্ত এ ভাইরাস বেঁচে থাকতে পারে।

চীনের উহানে এক বাজারে বন্যপ্রাণীর মাংস বিক্রি হয়। এর আগে সেখান থেকেই মারণ রোগ করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সেসময় বলা হয়, বাদুড়ের মাধ্যমে মানুষের মাঝে এর সংক্রমণ হয়।

গেল রোববার চীনে নতুন করে ৫৭ জনের শরীরে মারণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়। সোমবার আক্রান্ত হয় ৪৯ জন। দেশটির রাজধানী বেইজিংয়ে অনেকেই সংক্রমিত হয়েছেন।

অথচ নিজেদের করোনামুক্ত ঘোষণা করে সব অঞ্চল থেকে লকডাইন তুলে দিয়েছিল চীন। দ্বিতীয় দফায় ভাইরাস ছড়ানোয় আবার নতুন করে নানা স্থানে লকডাইন দেয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, স্যামন মাছের প্যাকেজিং থেকেই করোনার সংক্রমণ ঘটেছে। তবে এটা প্রাথমিক কারণ বলে ধরা হচ্ছে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেইজিংয়ের জিন ফাদি বাজার থেকেই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। এ বাজারে প্রচুর পরিমাণে স্যামন মাছ কাটা হয়। সেখানকার একটি চপিং বোর্ডে এ ভাইরাসের খোঁজ পাওয়া গেছে।

গত কয়েক দিনে আক্রান্ত হওয়া বহু মানুষ ওই বাজারে গিয়েছিলেন। জিন ফাদি বাজার বেইজিংয়ের অন্যতম বড় সুপারমার্কেট। আপাতত সেটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া গোটা চীনে স্যামন মাছের কেনাবেচাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশটির ন্যাশনাল হেলথ কমিশন বলছে, দ্বিতীয় পর্বে সংক্রমণের বাহক হিসেবে ধরা হচ্ছে স্যামন মাছ। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাজারটি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি স্যামন মাছ বিক্রি ও খাওয়া বন্ধ রাখতে বলা হয়েছে।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, আগামী কয়েক দিন বাইরে থেকে আসা যেকোনও সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ রাখতে হবে। কারণ প্যাকেজিংয়ের মাধ্যমে নতুন করে ভাইরাস বিস্তার ঘটছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর