ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
৫০৩

এবার ২৮ হাতি করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩২ ৮ জুন ২০২১  

সিংহের পর এবার হাতি। তামিলনাড়ুর মুদুমালাই বাঘ সংরক্ষণ কেন্দ্রে এবার করোনায় আক্রান্ত হলো ২৮টি হাতি। এর মধ্যে ২টি হাতির বয়স ৬০ বছরের ওপরে। সংক্রমিত হাতিদের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের ইন্ডিয়ান ভেটনারি রিসার্চ ইনস্টিটিউটে।


তামিলনাড়ু মুদুমালাই চিড়িয়াখানার হাতিদের করোনায় আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সম্প্রতি ভারতের রাজ্যটির ভানডালুরের আরিনগর আন্না জুলজিক্যাল পার্কের একটি সিংহ কোভিডে আক্রান্ত হয় বলে খবর পাওয়া যায়। 


ওই ঘটনার পর ভোপালে সিংহের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়। জানা যায়, আরিনগর আন্না জুলজিক্যাল পার্কের একটি সিংহ সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে। তার বেশ কিছু শারীরিক সমস্যা চোখে পড়ে। ওই সিংহটি করোনায় আক্রান্ত হতে পারে বলে অনুমান করেন পশু চিকিৎসকরা। 


অসুস্থ হওয়ার কয়েক দিনের মধ্যেই ওই সিংহটির মৃত্যু হয়। জানা যায় সেটি করোনায় আক্রান্ত হয়। সিংহের পর এবার হাতির করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসায় শোরগোল শুরু হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর