ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৬৩৮

ওবায়দুল কাদেরের ভাইকে হুমকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৫ ১০ এপ্রিল ২০১৯  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জাকে হুমকি দেয়া হয়েছে। জেলা প্রশাসকের পরিচয়ে মোবাইল ফোনে তাকে অজ্ঞাত ব্যক্তি এ হুমকি দিয়েছেন।

আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র। এ ঘটনায় বুধবার দুপুরে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে পৌরসভা মেয়র উল্লেখ করেন, মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে একটি নম্বর (০১৩০৬৯৮২০৩৭) থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। রিসিভ করলে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) তন্ময় পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগালি, কথাবার্তা হুমকি প্রদান করেন। ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে কলটি কেটে দেয়া হয়।

পরে আবদুল কাদের মির্জা বিষয়টি নোয়াখালী জেলা প্রশাসককে (ডিসি) জানান। তার পরামর্শে বুধবার থানায় লিখিত অভিযোগ করেন। ওবায়দুল কাদেরের ভাই জানান, বিষয়টি ডিসিকে জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

ঘটনা জানাজানি হলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহযোগী সংগঠনগুলোর নেতারা নিন্দা প্রকাশ করেন।