ঢাকা, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ৩ আশ্বিন ১৪৩২
good-food
৪৭২

কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ১২ জানুয়ারি ২০২১  

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপন করেছেন। তার ক্ষমতার মাত্র ৯ দিন বাকি থাকতে আমেরিকার স্থানীয় সময় সোমবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেয়ার অভিযোগ আনা হয়েছে।

 

যদি ইমপিচমেন্টের এ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু'বার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গত সপ্তাহে দার দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর তাকে ইমপিচ করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের বিল পাস হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে।

 

প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে এ মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে রিপাবলিকানদের অনেকে এ প্রস্তাবে সমর্থন জানালেও একদিন মুলতবি রাখার অনুরোধ করেছে তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর