ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩০২

করোনা ঠেকাতে জিরাফ পোশাক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ১ মার্চ ২০২০  

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। স্বভাবতই এর উত্পত্তি স্থলে ভীতি বেশি। আর সতর্কতা স্বরূপ পাগলাটে সব কাণ্ড ঘটাচ্ছে মানুষ। সম্প্রতি মজাদার ঘটনা ঘটিয়েছেন এক চীনা নারী।
দেশটির দক্ষিণ-পশ্চিম প্রদেশ সিচুয়ানের লুঝোর এক হাসপাতালে ফোলানো জিরাফ পোশাক গায়ে চাপিয়ে হাজির হন তিনি। এক ভিডিওতে নিজেকে হি নামে পরিচয় করিয়ে দিয়েছেন ওই নারী। তিনি নিজেই সেটা আপলোড করেন।
ভদ্রমহিলা জানান, বাবাকে ওয়েবক্যামের মাধ্যমে চেক আপ করাতে ওই হাসপাতালে যেতে হয় তাকে। সেখানে করোনায় আক্রান্ত অনেক রোগী আছে। যে কারণে প্রথমে একটা মাস্ক পরেন তিনি।  তবে সেটা ছিল পুরনো।
ফলে পরে মনে হয়, মাস্কটা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তখনই নিজেকে অদ্ভুত ওই জিরাফ পোশাকের মধ্যে ঢুকিয়ে দেন হি। যদিও ভিডিওতে হাসপাতালের ভেতর এটা পরে তার চলাফেরা করা বেশ বেঢপই লেগেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর